
তাইওয়ান গণটিকা কার্যক্রমে নিজেদের তৈরি টিকা অন্তর্ভুক্ত করেছে। হাজারো সমালোচনার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট ইং-ওয়েন স্বয়ং মেডিজেন টিকা গ্রহণ করেছেন জনগণকে আশ্বস্ত করার জন্য। সোমবার তিনি টিকার ডোজটি গ্রহণ করেছেন।গত মাসে তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিজেন টিকা জরুরী ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।তবে এই টিকার মেডিক্যাল ট্রায়াল এখনো চলমান রয়েছে।বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, টিকাটি আস্ট্রাজেনেকার কাঁচামাল দিয়ে তৈরি। এর কার্যকারিতা আস্ট্রাজেনেকার থেকে খারাপ হবে না। বড় কোনো নিরাপত্তার ঝুঁকিও টিকাতে নেই। যুক্তরাজ্যের পরীক্ষার পর টিকাটি করোনার বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।মেডিজেন টিকা গ্রহণের জন্য এখন পর্যন্ত তাইওয়ানের ৭ লাখ নাগরিক নিবন্ধন করেছে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।