
কবিঃ পত্রলেখা ঘোষ
গুগলই আজ মহাশিক্ষক
শেখায় সকল কিছু,
একালের ছেলে বই ছেড়ে তাই
ছোটে গুগলের পিছু।
গুরুমশায়ের শিক্ষা তো ভুল
কিই বা জানেন তিনি!
সব সমাধান গুগলেতে আছে
ব্যাকডেটেড যে উনি!
আমরা ছিলাম নেহাতই বোকা
ছিলাম নাকো বোদ্ধা-
বই পড়ে তাই সকল শিখেছি
হয়ে লড়াকু যোদ্ধা।
ডিপ্রেশন ও কাউন্সিলিং
শুনিনি এসব কথা,
শিক্ষকদের শাসনে আদরে
মনে ছিল নাকো ব্যথা।
শিক্ষকগণ বকলে এখন
অত্যাচারী গন্ধ-
আমরা তো কত বকুনি খেলাম
হারায়নি তো ছন্দ।
রাগী শিক্ষক এলেই বলেছি
ঐ আসছেন বাপরে,
ভালো ফলাফল করলে তিনিই
দিতেন পিঠ চাপড়ে।
গুগল কি আজ তাঁদের ই মতো
যত্ন করে শেখায়?
ইউটিউব কি প্রতিমুহূর্তে
ছাত্রের ভুল ধরায়?
ভুল না ধরলে ত্রুটি মুক্ত কি
কভু তুমি হতে পারো!
গুগলের পাশে বইটিকে রেখে
নিজের জীবন গড়ো।