বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনে বিএনপির আসা জাতির জন্য সৌভাগ্যের হবে- সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইিসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সময় ফুরিয়ে যায়নি, বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্যের হবে।’
২৬ নভেম্বর রোববার বিকাল পৌনে ৪টার দিকে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নে জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রয়োজনে শেষ পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’
এদিকে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেন, ‘নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।’
চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০