
কবিঃপত্রলেখা ঘোষ
এক
সারসত্য
অর্থের পিছে ছুটে ছুটেই জীবন হলো ক্ষয়,
অন্তিমে সে দেবেই ফাঁকি কভু সঙ্গী নয়।
জীবনান্তে ফেরার পালা আসল ঘরের দিকে
ধরার মোহে মত্ত হয়ে সাধন হলো ফিকে-
সময় থাকতে সংযমী হও জ্ঞানীলোকে কয়।
দুই
খোকার ভয়
একা একা বাড়ি আছে কেউ নেই তার সাথে,
ভূতকে দেখবে বলে খোকা জাগে নিশুত রাতে।
হঠাৎ হাওয়ায় গাছের পাতা যখন ওঠে নড়ে
অশরীরী ছায়া যেন আসছে ক্রমে সড়ে-
দৌড়ে নামে ভীত খোকা থাকবে না আর ছাতে।