
পটুয়াখালীর মির্জাগঞ্জে কুলসুম আক্তার (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম আক্তার উপজেলার ওই গ্রামের মো. শহিদুল ইসলাম কারিগরের মেয়ে। স্বজনরা জানান, ওই দিন দুপুরে কুলসুম আক্তার বাড়ির আঙ্গিনায় একা খেলা করছিল। এক পর্যায়ে সে সকলের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের ওই ডোবায় শিশু কুলসুমের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।