বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পতিত হৃদয়

কবিঃ আবুল হাশেম

বইয়ের পাতার ভাঁজে ভাঁজে
এখনো তোমার স্পর্শ খুঁজি।
আমি আর হাসি না
সিগারেটের ধুঁয়া হয়ে,
হাসি গুলো বাতাসে ভেসে যায়।
বুকের গভীরে ধুপকাঠি জ্বেলে
কে যেন যন্ত্রনার মশা তাড়ায়?
কান্না ঝরে না চোখে
চোখ দুটো ডাহুকের চোখের মতো
রক্তে টলমল।
বিরহের যন্ত্রনায়
মোমবাতির মতো ধীরে ধীরে হৃদয় পুড়ে ছাড়খাড়।
হারিকেনের কাঁচের মতো
উত্তপ্ত হৃদয় আমার
বাতির আলোর মতো
চারিদিকে আলো আমার
ভিতরে ঘনকালো অন্ধকার।
মধু বিহীন মৌমাছির বাসার মতো
হৃদয় আমার।
মেঘ বহে ঝরে না বৃষ্টি
ধূলিকণায় অন্ধকার আমার চারিপাশ।
জলের অভাবে মরে যাওয়া সবুজ ঘাস।
তুমি বিহনে
আমার হৃদয় হয়েছে পতিত জমি
ঠিক যেন ঘাস বিহীন খেলার মাঠ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০