আর্থিক খাতের প্রতিষ্ঠান পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (২১ ডিসেম্বর)।
ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক মো. রুকুনুজ্জামান, ব্যারিস্টার-এট-‘ল এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।সভা পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)।