বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিচালক সুনীল শর্মা আর নেই

প্রয়াত হয়েছেন ‘হাতিয়ারা’ এবং ‘হিরাসাত’-এর মতো কালজয়ী সিনেমার পরিচালক সুনীল শর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি একটি অটোইমিউন রোগের কারণে মারা গেছেন বলিউডের প্রবীণ এই পরিচালক।   সুনীল শর্মার মৃত্যুর খবরে শোকাহত বলিউড। এমন প্রতিভাবান একজন শিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন অনেক তারকা। সামাজিক মাধ্যমেও তাকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন ভক্তরা। শুধু তাই নয়, প্রিয় মানুষটিকে শেষ দেখতে অনেকেই তার বাসভবনে যাচ্ছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন এই পরিচালক।চলচ্চিত্র পরিচালনা, অন্যদিকে অভিনয় থেকে প্রযোজনা- সর্বত্র নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন তিনি। ঋষি কাপুরের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেন ‍সুনীল শর্মা। এছাড়া প্রযোজক হিসেবেও ছিলেন সফল। ‘হিম্মত’, ‘বীর’, ‘আপনে’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০