
রাজধানীর পল্লবী বারনটেক এলাকায় ৫০ বছর বয়সী এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, তার বাসা রাজধানীর তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাতে মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিওধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে তিনি রাজধানীর তুরাগ এলাকা থেকে রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে জোর করে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। এরপর ১৬ জন মিলে তাকে ঘেরাও করে ফেলে।
সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে ১৫ জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। এরপর তিনি সেখান থেকে ছাড়া পেলে মঙ্গলবার দুপুরে পল্লবী থানায় নিজে বাদী হয়ে মামলা করেন।
পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ১৬ জনের মধ্যে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সাংবাদিক। গ্রেফতার ২ জন হলেন- হামিদুর রহমান ও এনামুল হক। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।