বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথমবার রাজধানীতে সমবেত হচ্ছেন জামায়াতের নারী নেতাকর্মীরা

সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নারী নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের হেনস্তার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই প্রতিবাদে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি প্রতিবাদ সমাবেশ পালন করবে দলটির মহিলা বিভাগ।

এই কর্মসূচির মাধ্যমে রাজধানীতে প্রথমবারের মতো নারী নেতাকর্মীদের একটি বিশাল জমায়েত করার পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশজুড়ে নির্বাচনি প্রচারণার সময় জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা বিএনপির পক্ষ থেকে হামলা, হেনস্তা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে মহিলা বিভাগের ব্যানারে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

তাহের বলেন, জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাবেন। যদি নির্বাচন কমিশন ও সরকার এতে কর্ণপাত না করে, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১-দলীয় নির্বাচনি ঐক্যও এ নিয়ে মাঠে নামবে।

রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব নিয়ে আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে নায়েবে আমির দাবি করেন, একমাত্র জামায়াতই ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্বের শর্ত পূরণ করতে পেরেছে। অথচ প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে যে জামায়াতে নারীদের গুরুত্ব কম।

নারীদের প্রশংসা করে তিনি বলেন, দেশে জামায়াতের নারী সমর্থক বেশি হওয়ায় তাদের ভোটও বেশি। নারীরা শান্তিপ্রিয় এবং তারা উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না বলেই জামায়াতকে বেছে নেন।

আবদুল্লাহ তাহের বলেন, সারা দেশে আমাদের নারী কর্মীদের সক্রিয়তা দেখে প্রতিপক্ষরা ভীত হয়ে পড়েছে। মহিলাদের কর্মকাণ্ড প্রতিপক্ষের প্রচারণাকে ছাড়িয়ে যাচ্ছে দেখেই এই আক্রমণ চালানো হচ্ছে।

নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি বলেন, তবে দুঃখজনকভাবে যারা নারীদের অধিকার ও স্বাধীনতার বিষয়ে বেশি বেশি চিৎকার করেন, তারাই এখন শুধু রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা করছেন। জামায়াতকে ভোট দিলে জিব কেটে রাখা, হাত কেটে রাখার হুমকি দিচ্ছেন।

এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এসব হামলার সঙ্গে বিএনপির লোকজন জড়িত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমানসহ অন্য নেতারা।

শেয়ার করুনঃ