শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ইসলামী দলের নেতাদের সাক্ষাৎ

নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দুটি ইসলামী দলের নেতারা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গণভবনে খেলাফত রব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলামী পার্টির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাসস জানিয়েছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনোয়ারুল হক নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করেন নেতারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।
নেতারা আসন্ন সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নেরও প্রশংসা করেন তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024