বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবাসীদের গ্রীষ্মকালীন বিনোদন বাকো পিকনিক

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে, বাংলাদেশ এ্যাসেসিয়েশন অফ সেন্টাল ওহাইও (বাকো) উদ্যোগে গত রোববার লিবার্টি পার্ক এ বার্ষিক গ্রীষ্মকালীন পিকনিক ২০২১ অনুষ্ঠিত হয়।সকাল ১১টা থেকে প্রবাসী বাংলাদেশিরা পিকনিকস্থলে আসতে শুরু করেন।প্রায় পাঁচশত বাংলাদেশির অংশগ্রহণে পিকনিক মিলনমেলাতে পরিণত হয়।

প্রবাসীদের গ্রীষ্মকালীন পিকনিক উৎসবের ভালো দিকটি হচ্ছে তা বহু মানুষের সংস্কৃতির সম্মিলন ঘটায়।দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসীরা আসেন প্রাণের টানে।বড়দের সঙ্গে বিনোদিত হওয়ার লক্ষ্যে প্রবাসে জন্ম নেওয়া শিশু-কিশোরেরাও পিকনিক এ আসে।

শিশুদের দৌড়, মহিলাদেও পিলো পাসিং, কেরাম বোর্ড সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।দুপুরে ও রাতে আয়োজনে ছিল বিভিন্ন স্বাদের খাবার।

আনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র।পুরস্কার ছিলো আইফোন, ৬০” স্যামসাং টিভি, এপেল ওয়াচ, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ, স্টিম আইরন, স্ট্যান্ড ফ্যান।সবশেষ পুরস্কার বিতরণী মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০