
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলালকে যুক্তরাষ্ট্রে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়া। রোববার সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউর রহমান খান।
সভায় সোসাইটির বিগত সালের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সোসাইটির প্রচার সম্পাদক আকছার মুহাম্মদ জুনেদ। এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা ফলিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য জাকারিয়া হোসেন উজ্জ্বল ও রেজওয়ান সিপার। সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক একসান খান, স্পোর্টস সেক্রেটারি জুনেদ আহমদ, ফরহাদ রেজা ও রুহুল খান স্বপন প্রমূখ।
অনুষ্ঠানে প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল সোসাইটির কার্যক্রমে উচ্ছ্বাস ও সন্তুস প্রকাশ করে আগামীতেও যেন সোসাইটি শিকড়ের মাটি ও মানুষের সেবায় আরো কার্যকর ভূমিকা রাখতে সে কামনা করেন।