শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসীর বিবেকের কাছে আত্মজিজ্ঞাসা

কবিঃ জুবেরুল চৌধুরী খোকন

সময় চলছে বহতা নদীর মত,
জাতীর ক্রান্তি লগ্ন সমাগত।
সুদুর প্রবাসে কফি হাউজের কোনে,
মনটা পড়ে আছে সেই হিজল তমালের বনে।

ভাবলেশহীন জাতীর চৌকস ছেলেরা,
দলবেধে ঘুরে বেড়ায় নেই কোন তাড়া।
প্রতিনিয়ত দেখি তা এই ইন্টারনেটের যুগে,
যাঁদের প্রতিবাদী হওয়ার তারা সব আনন্দ খোঁজে।

মন ভেঙ্গে হয় খানখান,
দেশপ্রেম আজ নিরব নিথর সুনসান।
দেশের প্রধান বলে দেশ বেচে দেবনা,
বেঁচার ক্ষমতা কারও কি আছে জানা?!

যে কেউ কি পারে তা বিক্রি করতে?
সংবিধানে তা লেখা কোন কালিতে??
মনের বেকুলতায় দেশ নিয়ে ভাবনা,
সবাই বলে একটু স্বার্থপর হতে পারনা?

খাও দাও ফুর্তিকর এখন তোমার সময় শেষ,
দেশের মানুষ উন্নয়ণের ধারায় আছেতো বেশ।
এ কেমন জীবন?
প্রবাসী হয়েও নিয়ত প্রাণে জ্বালাতন?

নিশ্চয়ই একেই বলে ঘোড়া রোগ,
নাহলে আরামে থেকে ভুতের কিলের এ কোন জোগাজোগ?!
তবুও বিবেকের দংশন,
পারেনা অবিবেচক হতে এই মন।

অচীরেই আসবে শুভক্ষণ,
প্রবাসীর মনের চিন্তাগুলো সবার মাঝে ছড়াবে আলোড়ন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024