শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাণের বন্ধু

কবিঃ শাহীন আহমদ

প্রাণের বন্ধু কোথায় গেছো আমায় রেখে একা,
চারপাশে কতো খোঁজলাম পেলাম না তোমার দেখা।
হটাৎ বন্ধু তুমি কি কারণে করলে যে আমায় পর?
তোমায় ছাড়া আজ শূন্য পড়ে আছে আমার ঘর।

একসাথে ছিলো চলাফেরা একসাথে ছিলো বাস।
তোমায় ছাড়া বন্ধু আজ আমি হয়ে আছি লাশ।
বন্ধু তুমি নিতে রে আমার সকাল বিকাল খোঁজ,
তোমার মতো কেউ খোঁজ করে’না এখন আর রোজ।

তোমায় কথা ভাবতে ভাবতে নিশি কাটাই জেগে,
তুমি বন্ধু মোর এমন হবে জানা ছিলো না আগে।
তোমায় নিয়ে কতো স্বপ্ন ছিলো আমার দু’টি চোখে,
তুমি বিহীন সবকিছু মোর অন্ধকারে গেছে ডেকে।

তোমার সাথে কতো যে স্মৃতি আছে আমার গাঁথা,
তুমি ছাড়া আমার শূন্য হৃদয়ে ছেয়ে গেছে ব্যথা।
তোমার সাথে অনেক দূর যাওয়ার ছিলো আশা,
জানি না বন্ধু আমায় ভুলে কোথায় বাঁধছো বাসা।

তোমার জীবন কেমন কাটছে বুঝার উপায় নাই,
আমি অপরাধী অনেক বড় বন্ধু ভাবছো তুমি তাই।
ভালো নেই আজ প্রিয় বন্ধু হারা আমার পাগল মন,
বন্ধু ফিরে এসে আমায় করে নাওরে তোমার আপন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024