মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাপ্তিটা শূন্য

কবিঃ জালাল উদ্দিন আহমেদ

কাটাছেঁড়ায় ভরপুর জীবনের খাতা,
বিষাদে একাকার প্রতিটি পাতা।
অসম প্রতিযোগিতায়, খেয়ে যাচ্ছি জাতা,
সামাজিক রক্তক্ষরণে, সদা ঘোরে মাথা।

নিজেকে করিতে মহান, সদা ছিলাম মরিয়া,
সেথা হতে ছিটকে গিয়ে, নিচে গেলাম পড়িয়া।
ব্যর্থতার ষোল কলা, আজই হলো পূর্ণ,
জীবনের শেষ বেলা, পেলাম আমি শূন্য।

অচিরেই চলে যাব কঠিন পরপারে,
কে যেন নিশ্বাস ছাড়ে, আমার মোটা ঘাড়ে।
শক্তি সাহস মনোবলে, ছিলাম আমি হিরো,
রোগে শোকে সব শেষ, এখন আমি জিরো।

নিজেকে তাই বারে বারে, দেই আমি ধিক্কার.
কানে তুলা দেওয়া সবার, শোনেনা মোর চিৎকার।
সরল অংকে ছিল মোর, অনেক বড় ভুল,
প্রতিদানে মেনে নিলাম বিষাদের শূল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

All Rights Reserved ©2024