প্রেমিকা কোথায় গেল, কী করছে কিংবা খেয়ে কি-না। এসব নিয়ে অনেক প্রেমিকেরই মাথাব্যথার শেষ নেই! আবার এর উল্টোটাও হয়, প্রেমিককে সারাদিনই অনবরত মেসেজ ও কল করেন প্রেমিকা। আপনি কি জানেন, এটিও এক ধরনের মাথার রোগ! হ্যাঁ, এই রোগের একটি নামও রয়েছে; ‘লাভ ব্রেইন’। কিছুদিন আগেই চীন থেকে উঠে আসে এমনই এক ‘অদ্ভুত’ ঘটনা। ১৮ বছর বয়সী এক চীনা তরুণী ‘লাভ ব্রেইন’ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, প্রেমিকের প্রতি তার উন্মত্ত আচরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়েটিকে।
স্থানীয় রিপোর্ট অনুসারে, ওই তরুণী সারাদিনে তার প্রেমিককে কয়েকশ বার কল এবং মেসেজ করতেন। পাশাপাশি তার প্রেমিকের ছোট থেকে বড় প্রতিটি কাজের খবর রাখতেন। তার এমন আচরণে জেরে তাদের সম্পর্কে বিভিন্ন সমস্যা হতে শুরু করে। ওই তরুণী বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বলে মনে করছেন চিকিৎসক।
উভয়ের মধ্যেকার সম্পর্কের পরিস্থিতি যখন অতিরিক্ত খারাপ হয়ে যায় তখন ওই তরুণী তার প্রেমিককে সারাদিনে ১০০ বারের বেশি ফোন করলেও প্রেমিক উত্তর দেয় না। এরপর ওই তরুণী বিচলিত হয়ে ঘরের জিনিসপত্র নষ্ট করতে থাকে।
পরবর্তী সময়ে ওই তরুণীর এমন কাজ দেখে, তার প্রেমিক পুলিশকে ডাকতে বাধ্য হয়। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিয়ে যায় ওই তরুণীকে। এরপরই পাওয়া যায় এই নতুন রোগের হদিস।