বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেম যাতনায় আমি জ্বলি

কবিঃশাহী সবুর

নিশি রাতে বসে আমি যার ছবি আঁকি
বুঝিনি তো অবশেষে সেই দিবে ফাঁকি।
নিরাশার বালুচরে বাঁধি খেলাঘর,
ভেবেছি আপন যারে সেই হলো পর।
বার বার অবহেলা
এইভাবে যায় বেলা
বেদনার পদাঘাতে ভেঙে যায় বুক
অনুভবে তবু আমি খুঁজে পাই সুখ।।

অনিমেষে পথ চেয়ে জেগে থাকি রাতি,
মনে ভাবি এই বুঝি কাছে এলো সাথী।
সাজানো বাসর ঘরে আমি জাগি একা
এলোনা সে সাথী ফিরে দিল না সে দেখা।
তবু তার পথ চেয়ে
বিরহের গান গেয়ে
ছলনাতে বেঁধে রাখি অবলার মন
ভোলা তারে যায় নারে সাধনার ধন।।

ভিখারিনী মনে যাচে রাজার দর্শন,
জীবনে আসিনি তার শুভ সে লগন
মনের গহীনে ছিল স্বপ্নের বাস
মুকুলেই ঝরে গিয়ে করেছে নিরাশ
বিষম প্রীতির ভার
একা কত সহি আর?
মনের গহীনে জাগে বেদনার ঢেউ,
বিরাগী ব্যথার ভাগি হলোনারে কেউ।

আকাশেতে চাঁদ জাগে পাশে নেই তারা
বিচলিত বেদনায় নিশি দিশাহারা
সাথী হারা চাঁদ জাগে আকাশের গায়,
বিসম মিলন তবু সাগরকে চায়।
সমবেদনার সাথী
জোনাকি জ্বালায় বাতি
নিশুতি সে রাত কাঁদে চাঁদের আশায়
আশা হত চাঁদ শেষে একা ডুবে যায়।

নিয়তির পরিহাসে স্বপ্ন বিলীন
দুসহ বেদনাঘাতে এলোনা সুদিন
বিরহ বেদনা যত একা বয়ে চলি ,
জীবনের কথাগুলো কার কাছে বলি?
স্বার্থের এ দুনিয়াতে
সুজন থাকে না সাথে,
নিয়তিকে মেনে নিয়ে তবু পথ চলি,
বিরহ বেদনা নিয়ে আমি একা জ্বলি।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024