ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. ইকবাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। বেলা ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

 

তিনি বলেন, ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া মো. ইকবাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা।এর আগে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

 

ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার এবং আহত পাঁচজনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

আপডেট ০৪:৪০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. ইকবাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। বেলা ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

 

তিনি বলেন, ঢাকা নেওয়ার পথে মারা যাওয়া মো. ইকবাল হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের বাসিন্দা।এর আগে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। এদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। এ ছাড়া ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

 

ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার এবং আহত পাঁচজনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহতের তিন লাখ করে টাকা দেওয়া হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।