শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ফারুকীর কাছে তমা মির্জার চাওয়া

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আর গেল ১০ নভেম্বর এই সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উপদেষ্টা হওয়ার পর সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই নির্মাতা।

উপদেষ্টা হিসেবে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েই বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছেন ফারুকী। আর নির্মাতার নতুন এই পথচলাকে অন্য সবার মতোই শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা বলেন, ‘আমার কাছে মনে হয় বিনোদন জগতের কেউ যদি বিষয়টি বোঝেন, তাহলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।’

সঙ্গে যোগ করে তমা জানান, সরকারের কাছে তিনি (ফারুকী) ভালো-মন্দ বিষয় তুলে ধরবেন। আর দুই বাংলার ইন্ডাস্ট্রির জন্য সামনে অনেক সুখবরও আসবে এমনটাই তমার আশা।

নায়িকার ভাষ্য, ‘আমি নিজেও ভিসা জটিলতায় ভুগছি। আর সবসময় কাজের জন্যই যে প্রতিবেশী দেশে যেতে হবে, এমনটা কোনো কথা নেই। সেখানেও অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী আছে। ইচ্ছা তো হয় তারা আসুক বা আমরা যাই। কিন্তু সেই জায়গা অনেক দিন ধরেই বন্ধ আছে।

তিনি আরও বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কাজ করতে পারেননি। কলকাতার অনেক শিল্পীও একই ভাবে বঞ্চিত। এটা আমাদের কাছে খুবই কষ্টের। কারণ, চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি।’

তমার চান, আগামীতে যেন কোনো শিল্পীকে শুধু ভিসার কারণে কাজ হারাতে না হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১