বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্লোরিডাজুড়ে মিল্টনের তাণ্ডব, মৃত বেড়ে ১৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শক্তিশালী হ্যারিকেন মিল্টনের তাণ্ডবে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে বুধবার স্থানীয় সময় রাতে আঘাত হানে অঙ্গরাজ্যটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি। সেন্ট পিটার্সবার্গে শক্তিশালী ঝড়ো হাওয়ায় ক্রেন ভেঙে পড়েছে একটি বাণিজ্যিক ভবনে। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা বেশিরভাগ প্রতিষ্ঠানের।

এ ছাড়া, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার একাধিক শহর। কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরি আবহাওয়ায় বাতিল করা হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট। বিলম্ব হয়েছে অন্তত ৭০০ ফ্লাইট।

বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় ৩০ লাখেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। প্রায় দুই সপ্তাহ আগে হারিকেন হেলেন এই এলাকায় আঘাত হানার পর তাদের মধ্যে কেউ কেউ বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য কয়েক দিন ধরে অপেক্ষা করছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০