সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্স অফিসে কত আয় করল ‘প্রজাপতি ২’

বক্স অফিসে দেব মানেই যে সাফল্যের গ্যারান্টি, সেই চেনা সমীকরণ আবারও প্রমাণিত হলো। বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল, তার প্রতিফলন দেখা গেল আয়ের অংকেও। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি বক্স অফিসে বড়সড় চমক দেখিয়েছে।স্যাকনিল্কের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার (বড়দিন) থেকে শনিবার পর্যন্ত মাত্র তিন দিনেই ‘প্রজাপতি ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ রুপি। মুক্তির প্রথম দিন অর্থাৎ বড়দিনেই ছবিটি ৮২ লাখ রুপির ওপেনিং পায়।

 

এরপর শুক্রবার ৩২ লাখ এবং শনিবার ৪৩ লাখ রুপির ব্যবসা করেছে দেবের এই সিনেমা। ধারণা করা হচ্ছে, রবিবারের আয় যোগ হলে এই অংক আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।লড়াইতে পিছিয়ে শুভশ্রী-সৃজিত অন্যদিকে, ‘প্রজাপতি ২’-কে কড়া টক্কর দিতে নেমেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাদের বিগ বাজেট ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ প্রচারণায় সাড়া ফেললেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।স্যাকনিল্কের হিসেব বলছে, গত তিন দিনে এই ছবির মোট সংগ্রহ মাত্র ৩১ লাখ রুপি- যা দেবের ছবির একদিনের সর্বনিম্ন আয়ের থেকেও কম। ছবিটির তিন দিনের আয় ছিল যথাক্রমে ১৮ লাখ, ৬ লাখ ও ৭ লাখ রুপি।

 

মিতিন মাসির অবস্থা লড়াইয়ে পিছিয়ে নেই টলিউড কুইন কোয়েল মল্লিকও। তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিতিন মাসি’ সিরিজের নতুন কিস্তি ‘একটি খুনীর সন্ধানে’ মুক্তি পেয়েছে একই দিনে। তিন দিনে এই ছবিটি আয় করেছে ৩৪ লাখ রুপি। যা শুভশ্রীর ছবির চেয়ে কিছুটা বেশি হলেও দেবের আয়ের ধারেকাছেও পৌঁছাতে পারেনি।

শেয়ার করুনঃ