শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বড় হওয়া না হওয়ার গল্প

কবিঃ মহীতোষ গায়েন

এইভাবে যে কত বছর কেটে গেল
দেখতে দেখতে সব বড় হয়ে গেল,
গাছ,ফুল,পাখি,নদী বড় হয়ে গেল,
আমার কেবল বড় হওয়া হোল না।

আকাশের নীচে বেড়েছি,বড় হতে
পারি নি,বাতাসে অবিরাম হেঁটেছি
বড় হতে দেয় নি,ছায়ার সাথে হেঁটেছি,
বড় হতে দেয় নি,গাছ,ফুল এরাও তাই।

আগুনে পুড়তে গিয়েও পুড়ি নি,জলে
ডুবতে গিয়েও ডুবিনি;প্রেম,ভালোবাসা
সব বড় হয়ে গেছে,এরা সব হারিয়েছে
ভ্রমান্ধ সময়ের গহ্বরে,আমি হারাই নি।

আসলে কেউ বড় হয় না,বড় হতে হতে সবাই
এক সময় অতি ছোট হয়ে যায়,হয়ে যায় তারা
শিশুদের মত,চির নির্বাসন হয় মায়ের কোল
থেকে মাটির কোলে,সময়ে অথবা অসময়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১