
কবিঃনবীন হোসেন
বনের কাছে চেয়েছিলাম
বনলতা ফুল
লতা বলে এখনও তো
ফুটেনি মুকুল।
ফুল যে আমার নাকের নোলক
নাকে পরি তারে
নোলক নিয়ে চলে গেলে
আসবে কী আর ধারে?
আমার নোলক রেখে দাও না
আমার নাকের পরে
রোজ বিকেলে এসে তুমি
দেখ নয়ন ভরে।
বনের ধারে এসো তুমি
শুঁকতে ফুলের ঘ্রাণ
আমার ঘ্রাণে ভরা থাকুক
সদায় তোমার প্রাণ।
চলার পথে আমার সুবাস
পাবে যখন নাকে
একটু থেমে জিরিয়ে যেও
বনো পথের বাঁকে।