নিজস্ব ডেস্কঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হ্যামট্রামিক কমিউনিটি ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অতিথিদের উপস্থিতিতে বেশ কয়েকজন এইচআইসি’র দেয়া এওয়ার্ড গ্রহন করেছেন।
কমিউনিটিতে সেবা মূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হ্যামট্রামিক কমিউনিটি ইনিশিয়েটিভ এর পক্ষ থেকে গতকাল ২৩ জুন (বৃহস্পতিবার) হ্যামট্রামিক শহরের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বিভিন্ন ধরনের সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশী আমেরিকান কামাল রহমানকে এইচআইসি’র দেয়া এয়ার্ড প্রদান করা হয়েছে।
হ্যামট্রামিক শহরের গেইট অফ কলম্বাসের ব্যাংকুইট হলে এইচসিআই আয়োজিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট জনের মাঝে উপস্থিত ছিলেন ষ্টেট রিপ্রেজেনটেটিভ আব্রাহাম আয়াশ, সিটি মেয়র আমির গালিব,
ওয়েইন কাউন্ট্রি ট্রেজারার এরিক সাবরী, কাউন্টি কমিশনার মার্থা স্কাট, হ্যামট্রামিক পুলিশ প্রধান, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগান এর সহ সভাপতি এবং মিশিগান প্রতিদিনের সম্পাদক ফারজানা চৌধুরী,
ওয়ারেন সিটির বোড’ অফ রিভিউ এর ভাইস চেয়ার ফয়সল আহমদ, সহ সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।