বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বসন্ত দিন

কবিঃ অর্পিতা কুন্ডু

কিছু অনুভূতি অনুভবেই থাক..
কিছু কথা না বলাই থাক…
আমার বসন্তজুড়ে
রঙের মেলায়
না বলা কথাগুলো
আবির হয়ে যাক…

হলুদ সবুজ নীল গোলাপি..
.আর তুই
এই তো আমার বসন্তদিন…
এই তো আমার
অভিমান…এই তো আমার
কারুকার্য…
কি করে বলি আজ
রঙের দিনেও
বিবর্ণতায় আছি..

.কি করে জানবি তুই
আমার ধুসর মলিনতায়
অনুভূতিরা কথা বলে…
কী ভীষণ মর্মগ্রাহী…
তবু আমি আমিই…

আমার হলুদ শাড়ি…
খোপায় পলাশ…
গায়ে রামধনু আবিরে..
.রঙিন হয়ে উঠি..
প্রতি বসন্তে সেজে উঠি
রঙের খেলায়…
তুই নেই…আসবি না কখনোই..
.জেনেও
সহস্রবার সেজেছি
শিমুলে পলাশে আর হলুদে..
আবির হয়ে একবার ও
ছুঁবি না তো….
তাই অভিমানেই
সাজিয়ে রাখি…
ঐ আবিরটুকু আমারই থাক…
ইচ্ছে হয়ে….

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০