বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা প্রেসক্লাব মিশিগানের কমিটি গঠন : শাহেদ সভাপতি, কামাল সম্পাদক

তোফায়েল রেজা সোহেলঃ বাংলা প্রেসক্লাব মিশিগানের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৯ মে) হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব মিশিগানের আহ্বায়ক সৈয়দ শাহেদুল হক শাহেদ। সদস্য সচিব রোটারিয়ান শামীম আহছানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাহেল আহমেদ, চিন্ময় আচার্য্য, মাহফুজুর রহমান, তোফায়েল রেজা সোহেল, ফারজানা চৌধুরী পাপড়ি, আশিকুর রহমান, সেলিম আহমেদ, মোস্তফা কামাল ও কামরুজ্জামান হেলাল।

দ্বিতীয় পর্বে  নির্বাচন অনুষ্ঠিত হয়। সিনিয়র তিন সাংবাদিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনে প্রতিটি শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে ঠিকানা পত্রিকার মিশিগান প্রতিনিধি সৈয়দ শাহেদুল হক শাহেদকে সভাপতি, সুপ্রভাত মিশিগানের  নির্বাহী সম্পাদক মোস্তফা কামালকে  সাধারণ সম্পাদক করে  ২০২২-২০২৩ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভির কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক মানবকন্ঠের সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক টিবিএন-২৪ এর মাহফুজুর রহমান।

কার্যকরি কমিটির সদস্যরা হলেন এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, দেওয়ান কাউছার ও জনকন্ঠের রফিকুল হাসান তুহিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০