বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড। এরপর মাঝের ১০ বছরে আর কোনো সিরিজ খেলতে এদেশে আসেনি আইরিশ মেয়েরা। দীর্ঘ ১০ বছর পর আবারও বাংলাদেশে আসছে তারা। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি।

আজ রবিবার আনুষ্ঠানিক বিবৃতিতে দুই দলের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আইরিশরা বাংলাদেশে পা দেবে আগামী ২২ নভেম্বর। তারপর প্রথম ওয়ানডে শুরু হবে ২৭ নভেম্বর। পরের দুইটি ম্যাচ যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ওয়ানডে ম্যাচই শুরু হবে সকাল ১০টায়। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হবে ৫, ৭ ও ৯ ডিসেম্বর। প্রথম দুটি টি-টোয়েন্টি শুরু দুপুর ২টায়। শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো পর্যন্ত ছয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতেই বাংলাদেশের জয়। বাকি তিনটির মধ্যে একটি ম্যাচে হেরেছে ও বাকি দুইটি পরিত্যক্ত হয়েছে। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮টি, হেরেছে ৩টি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০