
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য নেওয়া বন্ধের নির্দেশনা জারি করেছে ভারত। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এ নির্দেশনা জারি করে, যা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে এখন তৈরি পোশাক আমদানি করা যাবে না। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, ফল ও ফলের স্বাদযুক্ত বা কার্বোনেটেড পানীয়, তুলা ও সুতার পণ্য, প্লাস্টিক পণ্য এবং কাঠের আসবাবপত্রসহ অন্যান্য শ্রেণির পণ্যকেও স্থলবন্দরে নির্দিষ্ট বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
তবে এসব পণ্য কেবল মুম্বাইয়ের জওহরলাল নেহরু ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে অনুমতি দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরের মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে না।
এর আগে গত মাসে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দরে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সরকার।