বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে স্থলপথে বিভিন্ন পণ্য নেওয়া বন্ধ করল ভারত

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্য নেওয়া বন্ধের নির্দেশনা জারি করেছে ভারত। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এ নির্দেশনা জারি করে, যা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে এখন তৈরি পোশাক আমদানি করা যাবে না। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, ফল ও ফলের স্বাদযুক্ত বা কার্বোনেটেড পানীয়, তুলা ও সুতার পণ্য, প্লাস্টিক পণ্য এবং কাঠের আসবাবপত্রসহ অন্যান্য শ্রেণির পণ্যকেও স্থলবন্দরে নির্দিষ্ট বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

তবে এসব পণ্য কেবল মুম্বাইয়ের জওহরলাল নেহরু ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে অনুমতি দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরের  মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে না।

এর আগে গত মাসে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দরে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১