সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা ভাষা

কবিঃ হারুনুর রশীদ

তোমার ভাষা, আমার ভাষা,
তোমার আমার মায়ের ভাষা,
বাংলা ভাষা।

সুখের ভাষা, দুখের ভাষা,
আওড়ায় যতো মজুর চাষা,
বাংলা ভাষা।

মুখের ভাষা, বুকের ভাষা,
স্বাধীনতার স্বপ্ন-আশা,
বাংলা ভাষা।

পেলব ভাষা, মধুর ভাষা,
প্রতিবাদের কঠোর ভাষা,
হানাদারদের সর্বনাশা ,
আমজনতার ভালোবাসা।
বাংলা ভাষা।।

শেয়ার করুনঃ