
২০২০ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট হ্যাক করেছিলেন তুরস্কের এক হ্যাকার। ১৯ বছর বয়সী হ্যাক্টিভিস্ট রুটআয়েলিদিজ নামক সেই একই হ্যাকার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটও হ্যাক করেছেন। খবর সিএনএনের।
সেখানে তিনি ট্রাম্পের বক্তব্য সরিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য তুলে ধরেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন। সম্প্রতি এক ভাষণে পবিত্র কুরআনের এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোগান।
ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেওয়া হয়েছে। ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটের অংশটি প্রতিস্থাপন করা হয় ৮ অক্টোবর, সকালে। তবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।