বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়ছে করোনা সংক্রমণ, যুক্তরাষ্ট্রের অফিসে কর্মীসংখ্যা কমালো সিএনএন

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে জরুরী নয় এমন কর্মীদের জন্যে সিএনএন যুক্তরাষ্ট্রের অফিসগুলো বন্ধ করে দিচ্ছে। শনিবার এক অভ্যন্তরীণ মেমোতে সিএনএন কর্মচারীদেরকে এটা জানানো হয়েছে।

সিএনএন এর যেসব কর্মীর অফিসে গিয়ে কাজ করার দরকার নেই তাদের জন্যে সব অফিস বন্ধ করা হবে বলে ওই অভ্যন্তরীণ মেমোতে বলা হয়। খবর রয়টার্সের

সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকার বলেন, ‘আমরা এটা করছি সতর্কতা অবলম্বনের লক্ষ্যে। কর্মীর সংখ্যা কমানোর পর যারা অফিসে কাজ করবেন এটি তাদেরকেও সুরক্ষা দেবে।’

যারা অফিসে থাকবেন তাদের জন্য সর্বক্ষণ মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সংবাদ মাধ্যমটি কর্মী সংখ্যা কমানোর মাধ্যমে তাদের স্টুডিও এবং নিয়ন্ত্রণ কক্ষেরও পরিবর্তন করবে।

অফিসে যাওয়ার বা বাইরে কাজ করার শর্ত হিসাবে সিএনএন এর সকল কর্মীর জন্যে কোভিড-১৯-এর টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত আগস্ট মাসে প্রতিষ্ঠানটি টিকা না নিয়ে অফিসে যাওয়ার কারণে তিনজনকে বরখাস্ত করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০