মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার কথা

কবিঃ এস এম শহীদুল্লাহ সরকার

হঠাৎ একদিন বললো বাবা,
আমি গেলে মরে,
মনে রেখো মাথার ছাঁয়া,
যাবে সেদিন ঝরে।

ভাইবোন তোমার যারা আছে,
হয়ে যাবে পর,
মায়া মমতার বাঁধন ভেংঙে,
বাঁধবে নতুন ঘর।

সবাই হবে ব্যস্ত কাজে,
আপন সংসার নিয়ে,
বাঁধবে ঝগড়া নিত্য নতুন,
স্বার্থের ভাগ নিয়ে।

বিয়ে সাদি করে সবাই,
পৃথক পৃথক হবে,
মায়া মমতা রবেনা কারো,
আর কোনদিন ভবে।

কেউ কারো রবেনা আপন,
সবাই হবে যাযাবর,
আপন বাঁধন ছিন্ন করে,
সবাই হবে পর।

হঠাৎ একদিন মরলো বাবা,
দিলাম তারে কবর,
দুদিন পরে সবাই সবার,
হতে লাগলো পর।

মাস যায় বছর যায়,
ভাইয়ের শক্রু ভাই,
বোন একদিন আপন ছিল,
তার খবরও নাই।

বাবার কথাই হলো সত্য,
আপন হলো পর,
যার যার মনে দুর দুরান্তে,
বাঁধে সবাই ঘর।

কেউ আজ নেয়না কভু,
কোন ভাইয়ের খবর,
মমতার বাঁধন ভেঙে সবাই,
হয়ে গেছে যাযাবর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

All Rights Reserved ©2024