রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বায়ান্নর আন্দোলন

কবিঃ কল্পনা দাস

বায়ান্নর আন্দোলন
এ তো নয় শুধু আন্দোলন
এ যে ভাষার জন্য আন্দোলন
যা পৃথিবীর ইতিহাসে বিরল।

আলী জিন্নাহ ঘোষনা দিলেন রাষ্ট্রভাষা হবে উর্দু।
চারদিকে তখন ধ্বনিত হলো ‘না’- ‘না’
জিন্নাহ সাহেবের এ ঘোষনা মানছি না, মানবো না।
ছাত্রদের প্রতিবাদী কন্ঠে মুহুর্মুহু ধ্বনিত হলো- রাষ্ট্রভাষা উর্দু নয়
রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই।

পশু- পাখি, গাছের লতা- পাতা যেমন নিজ ভাষাতেই ভাব বিনিময় করে, মনের কথা কয়–
আমরা বাঙালিরাও চাই মাতৃভাষা বাংলাতেই মনের কথা বলতে,গান গাইতে।

এই চাওয়া নয়তো কোনো অপরাধ, নয় অযৌক্তিক। তারপরেও মাতৃভাষার দাবীতে ঢাকার রাজপথ হলো রক্ত রঞ্জিত। সালাম, বরকত,রফিক, জব্বার আরো অনেকে শহিদ হলেন।

পৃথিবীতে আমরাই হলাম একমাত্র জাতি ,ভাষার জন্য লড়াই করেছি, দিয়েছি প্রাণ।
অবশেষে পেয়েছি ভাষা শহিদদের আত্মত্যাগের দাম, আন্তর্জাতিক সম্মান।
এই মর্যাদা আমরা গর্বের সাথে হৃদয়ে ধারণ করি,
তাইতো, ভাষা শহিদ স্মরণে প্রতিবছর ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাই একুশে ফেব্রুয়ারি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024