ফেনীতে ছেলের কবুতর চুরির অপরাধে দুই মাকে (নাকে খত) শাস্তি দেওয়ার দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তারা হচ্ছেন- সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির (সদ্য বহিস্কৃত) সভাপতি দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মহিউদ্দিন জসিম ও একই ইউনিয়নের মাইন উদ্দিন(১), মাইন উদ্দিন(২), মোহাম্মদ রিসাল, নিজাম উদ্দিন, মোহাম্মদ সোহেল, আজাদ, মোহাম্মদ ইব্রাহীম, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, সামছুর রহমান ও অনিক।
বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।