
বিএনপির কার্যকলাপ রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি।
বুধবার এনসিপির যুগ্ম-সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তঃসংঘর্ষ এবং অন্তর্কোন্দলের জেরে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
দলটি বলেছে, আমরা লক্ষ করছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। কেন্দ্রীয় নেতাগণ প্রায় সময় রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বলছেন ঠিকই এবং অবাধ্য ও অপরাধী নেতাকর্মীদের বহিষ্কার করা হলেও একই ধরনের হিংস্র কার্যকলাপ চলছে। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই।
এতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক জনাব মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তার হাত ভেঙ্গে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,গত ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপি কতিপয় সদস্য দ্বারা এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মী-সংগঠকদের নিয়মিত হুমকি-ধামকি প্রদান করে যাচ্ছে। সাত-আট মাস পর ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন তারা। সাত-আট মাস পর স্থানীয় বিএনপির হাতে ঠিক কোন ধরনের বাস্তবতা তৈরি হবে যার দরুন তারা ‘দেখে নিতে’ পারবেন তা এনসিপির বোধগম্য নয়।