শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকল হয়ে আড়াই ঘণ্টা সাগরে ভাসার পর ঘাটে ফিরল ৩ শতাধিক পর্যটকবাহী জাহাজ

‘বিকেলে সেন্টমার্টিন জেটিঘাট থেকে প্রায় তিনশতাধিক পযর্টক নিয়ে টেকনাফের উদ্দ্যেশে রওয়ানা দেওয়ার আনুমানিক ৪০ মিনিট পর টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়ার নামক এলাকায় পৌঁছালে জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।’

কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী একটি জাহাজ বিকল হয়ে মাঝসাগরে আড়াই ঘণ্টা ভেসে থাকার পর অবশেষে ঘাটে ফিরেছে।

এমভি কাজল নামক ওই জাহাজটি ৩০০-এর বেশি পর্যটক নিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে টেকনাফের দমদমিয়া জাহাজঘাটে পৌঁছায়।

এর আগে বিকেলে তিনটার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর জাহাজটি সমুদ্রে বিকল হয়ে পড়ে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিকেলে সেন্টমার্টিন জেটিঘাট থেকে প্রায় তিনশতাধিক পযর্টক নিয়ে টেকনাফের উদ্দ্যেশে রওয়ানা দেওয়ার আনুমানিক ৪০ মিনিট পর টেকনাফ–সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়ার নামক এলাকায় পৌঁছালে জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।’

জাহাজটির সন্ধ্যা ছয়টার মধ্যে টেকনাফের দমদমিয়া জাহাজঘাটে পৌঁছানোর কথা ছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১