সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয় ফুল

বিজয় ফুল
এম.আবু বকর সিদ্দিক

ডিসেম্বরের ষোল তারিখ
ফুটল বিজয় ফুল,
বিজয় ফুলের স্নিগ্ধ হাসির
হয় না কোন তুল।

আমার ভাইয়ের তাজা খুনে
জমিন গেলো ভেসে,
বিজয় ফুলের সুবাস পেয়ে
উঠল হৃদয় হেসে।

দোয়েল শ‍্যামা আপন সুরে
গেয়ে উঠল গান,
আজ আমাদের বিজয় দিবস
বইছে খুশির বান ।

বিজয় দিনে শিশুর মুখে
মা দিয়েছে চুম,
মনের সুখে হাসছে শিশু
খুশিতে নেই ঘুম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১