
নিজস্ব ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ক্রমশ বাড়ছে করোনা শনাক্তের হার । হাসপাতালে ভর্তির হারকে ধীর করতে এবং করোনাভাইরাস থেকে মানুষের মৃত্যুর হারকে ধীর করতে টিকা সাহায্য করে। টিকা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে শেখায় এবং এর রেহাই পাওয়ার কৌশল হিসেবে কাজ করে।
করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে মিশিগানবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেবে এপিআইএ ভোট মিশিগান। ১২ বছরের বেশি বয়সী মানুষ ফাইজার অথবা মডার্নার প্রথম, দ্বিতীয় ডোজ কিংবা বুস্টার নিতে পারবেন। ডেট্রয়েট শহরের ১২৬০৫ ম্যাকডগাল স্ট্রিটের আল ফালাহ অডিটোরিয়ামে আগামী ১৬ জানুয়ারী দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। উক্ত কর্মসুচীতে কমিউনিটি সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশী আমেরিকান কনগ্রেস এবং মেডিকেল সহযোগী হিসেবে ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি।