মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিবাহ ভোজন

কবি মিজান বিএসসি

হাসু তাঁতির মেয়ের বিয়ে
ভোজন অনুষ্ঠান,
শত মুরগী -গরু -খাসি
বিলিয়ে দিল প্রাণ।

বরযাত্রী বসলো খেতে
সাথে চেয়ারম্যান,
আরামে খাওয়ায় তরে
মাথার উপর ফ্যান।

পোলাও কোর্মা মাংস পায়েস
কেউ যদি পায় কম,
তা না -হতে হাসু তাঁতি
দিয়ে যাচ্ছে শ্রম।

আধা খেয়ে আধা ফেলে
করলো খাবার শেষ,
বসে বসে পান চিবিয়ে
করছে মজা বেশ!

পিন্নিটাতে মিষ্টি বেজায়
একটু বুড়ো খাসি,
নানারকম বদনাম করে
করছে হাসাহাসি!

পাশে বসা হাসু তাঁতির
ঝরছে গায়ের ঘাম,
সর্ব কিছু বিলিয়ে দিয়ে
পেল না তার দাম।

সারাজনমের সঞ্চয় দিয়ে
করলো আয়োজন,
মানুষ নামের অমানুষে
ভাঙ্গলো হাসুর মন।

শেয়ার করুনঃ