শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমসটেক যুব উৎসব আয়োজনের আহ্বান ড. ইউনূসের

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শেষে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরপরই অধ্যাপক ইউনূস সদস্য দেশগুলোর একটি যুব উৎসব আয়োজনের উদ্যোগ বিমসটেক সচিবালয়কে নেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা শুক্রবার বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডেকে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য এই নির্দেশনা দেন। একই সময় বার্ষিক বৈঠকের ক্যালেন্ডার প্রস্তুত করতেও বলেন তিনি ।

শীর্ষ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সংগঠনের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনা করেন প্রাক্তন ভারতীয় কূটনীতিক ইন্দ্র মণি। দু’বছর পর ঢাকায় বিমসটেকের পরবর্তী শীর্ষ সম্মেলনে পৃথক যুব সমাবেশ নিশ্চিত করার জন্যও প্রধান উপদেষ্টা মানিকে অনুরোধ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বিমসটেক নেতাদের মিলিত হওয়ার সময় যুবদের জন্য আমাদের আলাদা উৎসব করা উচিত। এটি সদস্য দেশগুলোর তরুণদের ঐক্যবদ্ধ করবে। এছাড়াও, বিমসটেক যুব উৎসব আয়োজনে প্রতিটি দেশ ভূমিকা পালন করবে, যাতে একটি দেশ নেতৃত্ব দেবে। যুব উৎসব তরুণদের একত্রিত করবে।’

ইন্দ্র মণি এই ধারণাকে স্বাগত জানিয়ে তা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধারণাগুলো দুর্দান্ত। আমরা পূর্ণ মনোযোগ দিয়ে ধারণাগুলো নিয়ে কাজ করব।’

প্রধান উপদেষ্টা উপস্তিত ৭টি সদস্য দেশদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার অবস্থা সম্পর্কেও বিমসটেক মহাসচিবের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেছেন। বিমসটেক মহাসচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে ২০০৪ সালে এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ষষ্ঠ শীর্ষ সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা অধ্যাপক ইউনূসের হাতে বিমসটেকের সভাপতিত্ব হস্তান্তর করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০