
মিশিগান প্রতিদিন ডেস্কঃ বিয়ানীবাজার সমিতি ক্যুইবেক, কানাডার সভাপতি ময়নুল ইসলাম (লিটন) এর মিশিগান আগমন উপলক্ষ্যে, স্থানীয় স্পাইস ২১ রেস্টুরেন্টে বন্ধুমহল অব বিয়ানীবাজার মিশিগান এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুস্টিত হয়।
বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক সভাপতি মোহাম্মদ তাহের লুৎফুর এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আজিজ সুমন এর পরিচালনায়, বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতি অব মিশিগান এর সাবেক উপদেষ্টা জনাব আব্দুস শাকুর খান মাখন, সাবেক উপদেষ্টা আব্দুল হাছিব, সাবেক উপদেষ্টা ছদরুল হক একলাস, সাবেক সভাপতি নুরুজ্জামান একলাস, সাবেক সহসভাপতি আবু তাহের সিদ্দীক বাবুল, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস মিশিগান এর সাধারন সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান স্টেট যুবলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুম্মান চৌধুরী ইভান, আশরাফুল আলম, আবুল কাশেম মামুন, জাকারিয়া জামান, নিজাম উদ্দিন, মাহবুবুল আলম আলমগীর, রেজাউল হোসেন, মুজিব আহমদ, ইকবাল হোসেন, হিমেল দাশ, সহিদ আহমদ মামুন, ছাদ আহমদ সহ আরো অনেকেই।