
বিশ্বকাপ আসরজুড়ে ব্যাট-বলে দুর্দান্ত করে ভারত। সর্বোচ্চ রানের পর সর্বোচ্চ উইকেট শিকারিও ভারতের ক্রিকেটার। প্রথম দিকে বেঞ্চে বসে থাকলেও মাত্র ৭ ম্যাচ খেলে হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি।
ফাইনালে একটিসহ পুরো আসরে ডানহাতি এই পেসার শিকার করেন সর্বমোট ২৪ উইকেট। ৫.২৫ ইকোনমিতে তার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৭/৫৭। বিশ্বকাপে ৩বার পাঁচ উইকেট শিকার করেন তিনি।
অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ১১ ম্যাচের সবটিতে খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন তিনি। পাঁচ উইকেট না পেলেও তিনবার ৪ উইকেট শিকার করেন ডানহাতি এই লেগ স্পিনার।
লিগ পর্বে বাদ হলেও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা আছেন সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার তৃতীয়তে। ৯ ম্যাচে লঙ্কান এই পেসার শিকার করেন ২১ উইকেট। ২০ উইকেট শিকার করে এই তালিকার চতুর্থতে আছেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। আর সমান উইকেট যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার চতুর্থতে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে। আর ১৮ উইকেট নিয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।