বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে অধিনায়ক থাকছেন না কামিন্স!

প্যাট কামিন্সের অধীনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। দুই আসরেই কামিন্সের পারফর্ম্যান্স এবং নেতৃত্ব মুগ্ধ করেছে ক্রিকেট দুনিয়াকে। কামিন্সের পরিস্থিতি বুঝতে পারার ক্ষমতা, সতীর্থদের সঙ্গে সংযোগ, প্রতিপক্ষ সম্পর্কে ধারণা, সবমিলিয়ে তাকে করেছিল অনন্য এক অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া কামিন্সের নেতৃত্ব খেলবে এটাই ছিল ধারণা।

 

কিন্তু অজি ক্রিকেটের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানালেন ভিন্ন কথা। কোচ জানালেন, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হচ্ছেন মিচেল মার্শ। পুরোপুরি নিশ্চিত না করলেও ব্যাপারটি অনেকটাই পরিষ্কার। কামিন্স নাকি মার্শ, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ছিল। বিশ্বকাপ জেতানো অ্যারন ফিঞ্চের পর প্যাট কামিন্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে বিগত কয়েক মাসে বিভিন্ন সময় বিশ্রাম-ছুটি, সবকিছু মিলিয়ে টি-২০ থেকে দূরেই আছেন কামিন্স। এসময় ম্যাথু ওয়েড ও মিচেল মার্শ টি-টোয়েন্টি দলকে সামলেছেন। ২০২৩ থেকে অস্ট্রেলিয়াকে ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মার্শ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024