বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন আরেক পাকিস্তানি তারকা

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে গত চার বছর জাতীয় দলের বাইরে আছেন এই বাঁহাতি, তবে এসময়টাতে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছে। অবশেষ এই তারকা অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন আমির। তিনি লেখেন, আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি।‘আমি আমার দেশের জন্য এটি করতে চাই, কারণ এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আসে। সবুজ জার্সি পরিধান করা এবং আমার দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।’এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পাকিস্তান অলরাউন্ডার শাহীন আফ্রিদি বলেন, আমিরের জাতীয় দলে অনেক কিছু দেওয়ার রয়েছে। তিনি বলেন, এখনও আমির খুব সহজে পাকিস্তান দলে জায়গা করে নিতে পারবে। সে হারিস রউফ, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদির ক্যাটাগরিতে পড়ে। তার মাঝে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই বাকি আছে এবং তাই পাকিস্তানের হয়ে তার অবশ্যই খেলা উচিত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024