প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
বিশ্বকাপ ব্যর্থতায় হাথুরুর ব্যাখ্যা চেয়েছে বিসিবি

অনেক প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা। বরং নেদারল্যান্ডসের মতো খর্ব শক্তির দলের বিপক্ষেও খুবই বাজেভাবে হেরেছেন তারা। সবমিলিয়ে ব্যর্থ মিশন শেষ করেছে টিম টাইগার্স।
বিশ্বকাপের ফাইনাল এখনো বাকি থাকলেও ইতোমধ্যে দেশে ফিরেছেন টাইগাররা। তাদের এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া।বিশ্বকাপ ব্যর্থতার বড় দায় পড়েছে চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, 'আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’
বিশ্বকাপ ব্যর্থতার জন্য দল-সংশ্লিষ্ট সবারই দায় দেখছেন জালাল। তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’ তবে সাকিবদের পারফরম্যান্স হতাশ করেছে জালালকে। তিনি বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে তা আমরা মোটেই প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’
Copyright © 2025 Michigan Pratidin. All rights reserved. | Developed by UNIK BD