বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনূস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবিতে জালাল ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক।

 

জালাল ইউনূস ছাড়াও বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে আরও আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। তাকেও পদত্যাগ করতে বলা হবে বলে জানা গেছে। ২০২১ সালে ক্রিকেট অপারেশন্স এর প্রধানের পদ থেকে পদত্যাগ করেন আকরাম খান। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন জালা ইউনূস। এর আগে তিনি বিসিবির মিডিয়া বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

 

বিসিবির পরিচালকের পদ থেকে এ দুজনকে পদত্যাগ করতে বলা হবে বলে জানা গিয়েছিল আগেই। এ দুজনের পরিবর্তে এনএসসির মনোনীত পরিচালক করে ক্রিকেট বোর্ডে আনা হতে পারে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং কোচ নাজমুল আবেদীন ফাহিমকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০