সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা-বহরগ্রাম সড়কের ৫ কিলোমিটার ভাঙা আর খানাখন্দে দীর্ঘ কয়েক বছর থেকে ভোগান্তি পোহাচ্ছে দুই উপজেলার লক্ষাধিক মানুষ। সড়কে ছোট ছোট খানাখন্দ গুলো দিন দিন বড় হয়ে দূর্ঘটনা বেড়ে চলছে যার ফলে অত্র অঞ্চলের মানুষের যাতায়াত করা হুমকির মুখে পড়ছে বিশেষ করে রোগী সহ শিক্ষার্থীদের যাতায়াতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। সব শেষ বন্যায় ২০২২ সালে সড়কটির অবস্থা একেবারে বেগতিক হলে আর এই সড়ক সংস্কারের ফিরে থাকায়নি কেউ।
সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কটিতে গর্তে পানি জমে কার্পেটিং উঠে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া ও সড়কটির কার্পেটিং উঠে যাওয়া সহ মাঠি বিচ্ছিন্ন ভাবে সড়ক থেকে সরে যাচ্ছে। এ ছাড়া ও বিভিন্ন সময় হালকা বৃষ্টি দিলে তলিয়ে যায় সড়কটি। স্থানীয়দের অভিযোগ রয়েছে দীর্ঘ দিন থেকে অবহেলা আর যত্নে সড়কটি সংস্কারে কোনো মুখ দেখেনি।
স্থানীয় আলীম উদ্দিন নামের এক যুবক বলেন, সিলেট থেকে বিয়ানীবাজার যেতে গুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে একটি মাথিউরা ও বরগ্রাম অংশের এই সড়কটি মালবাহী ট্রাক সহ নানা গুরুত্বপূর্ণ যান সিলেট হয়ে বিয়ানীবাজার প্রবেশ করে এই সড়ক দিয়ে কিন্তু দীর্ঘ দিন থেকে সড়কটি সংস্কার না হওয়াতে যোগাযোগ ব্যবস্থায় অত্র অঞ্চলের মানুষ সহ পুরো দুই উপজেলার বাসিন্দার'রা পিছিয়ে পড়েছে।
ঔষধ কোম্পানির গাড়ি চালক রাশেদ মিয়া বলেন, সিলেট থেকে ঔষধের বড় গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় কিন্তু দীর্ঘ দিন থেকে সংস্কার না হওয়াতে আমরা বড় সমস্যা আছি। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আশা করি কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি নিয়ে ভাববেন।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দিপক কুমার বলেন, মাথিউরা থেকে বড়গ্রাম হয়ে গোলাপগঞ্জ যে সড়কটি গেছে এটির ভাঙা সম্পর্কে আমরা অবগত আছি। এ সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।