শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের আগেই শ্বশুর বাড়িতে সোনাক্ষী!

দুই বছর সম্পর্কে থাকার পর প্রেমিক জাহির ইকবালের সঙ্গে আগামী (২৩ জুন) বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হবে সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠান। ইতোমধ্যে সোনাক্ষী-জাহিরের বিয়ের আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। এদিকে রবিবার (১৬ জুন) বাবা দিবসে সকালে জাহিরের বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী। সারাদিন সেখানেই ছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের জানানো হয়, বাবা দিবসে জাহিরের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। জাহিরের বাবার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিলেন তিনি। এজন্য জাহিরের ঘরে ঢুকে পার্টির আয়োজন করেছিলেন এ অভিনেত্রী।

 

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। সম্প্রতি সালমন খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১