বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃটেনের মিডলেন্ডস সহ বিভিন্ন এলাকা “ঝড় ইউনিস” এর তান্ডবে লন্ডভন্ড

রাশিয়া খাতুনঃ (১৮ই ফেব্রুয়ারী ২০২২) ঝড় ইউনিস এর তান্ডবে বৃটেনের মিডলেন্ডস সহ বিভিন্ন এলাকায় প্রানহানি ও  ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন এলাকা এখনো বিদ্যুত বিহীন ।

সম্প্রতি বৃটেনের ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ “ঝড় ইউনিস” হানা করেছিল। অবশ্য সরকারের পক্ষ থেকে মিলিয়ন মানুষকে ঘরে থাকতে বলা হয়েছিল ।আবহাওয়া অফিস থেকে লাল আবহাওয়া শতর্কতা জানানো হয়েছিল ।বিশেষ করে দক্ষিণ এবং পূর্ব ইংল্যান্ড সহ দক্ষিণ ওয়েলসের বিভিন্ন এলাকা জুড়ে ।লাল আবহাওয়া শতর্কতা হলো উড়ন্ত ধ্বংসাবশেষ থেকে জীবনকে রক্ষা করা।আবহাওয়া অফিস থেকে জানা যায় আইল অফ ওয়াইট এ ঘন্টায় ১২২ মাইল পর্যন্ত দমকা হাওয়ার রেকর্ড রয়েছে ।তবে এ ব্যাপারে সরকার শত শত স্কুল বন্ধ করা সহ বিভিন্ন নেটওয়ার্ক বাতিল করা হয়েছিল ।আবহাওয়া অধিদপ্তর কর্তৃক লাল শতর্ক (বিপদ সংকেত) দেয়া অঞ্চল গুলো বেশী আক্রান্ত হয়েছে।মেট অফিসের রেড এলার্ট মানে ঝুঁকি পূর্ণ এবং এই অবস্থা বলবৎ ছিল গতরাত পর্যন্ত ইংল্যান্ডের মিডলেন্ডস ও দক্ষিণ, পূর্ব ওয়েলস জুড়ে ।যাট থেকে আশি মাইল গতিবেগের এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে । লন্ডনের ও টু এরিনার ছাঁদের একাংশ উড়ে গেছে ।আয়ার ল্যান্ডে গাছের নীচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ইংল্যান্ডে মারা গেছেন তিন জন ।লন্ডনের মেয়র সাদিক খান এবং বার্মিংহামের লর্ড মেয়র বলেছেন যতটুকু সম্ভব ঘরে থাকতে ।

এদিকে বৃটেনের ওয়েস্ট মিডলেন্ডস তথা বার্মিংহামের বিভিন্ন এলাকায় ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ।দূর পাল্লার বাস ও ট্রেন চলাচল বন্ধ ছিল ।সারা দেশে প্রায় ৪৩৬টি নির্ধারিত ফ্লাইট করলে বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোন ফ্লাইট উঠানামা করে নাই।ঝড় দমকা হাওয়ার কারণে বার্মিংহাম সহ সারা দেশে হাজার মানুষ বিদ্যুত বিহীন থাকলে ও ইতিমধ্যে পরিবেশ সচিব জর্জ ইউস্টিম বলেছেন, ইতিমধ্যে অনেক বাড়ীতে বিদ্যুত সংযোগ হয়েছে এবং বাকি বাড়ী গুলোতে অতি শ্রীর্ঘই বিদ্যুত পুনরুদ্ধার করা হবে ।সর্বশেষ খবরে জানা যায় যে,মেট জানিয়েছে বৃষ্টি ও তষার পাতের কারণে ইংল্যান্ডের নর্থ ওয়েস্ট,আয়ারল্যান্ড ,স্কটল্যান্ড সহ বিভিন্ন স্হানে হলুদ শতর্ক সংকেত রয়েছে ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০